Ad Code

Responsive Advertisement

প্রচুর ঠান্ডা বা শীত থেকে পরিত্রাণের উপায় সমূহ

#বিষয়ঃ প্রচুর ঠান্ডা বা শীত থেকে পরিত্রাণের উপায় সমূহ



১. উষ্ণ পোশাক পরিধান করুন:
শীতকালে বাইরে বের হওয়ার সময় মাথা, কান, গলা ও হাত-পা ঢেকে রাখুন।
উলের বা থার্মাল কাপড় ব্যবহার করুন।

২. উষ্ণ পানীয় পান করুন:
গরম চা, কফি, স্যুপ বা আদা-লেবু চা পান করুন।
শরীর গরম রাখতে আদা ও মধু মিশিয়ে পান করুন।

৩. ঘর গরম রাখুন:
ঘরে দরজা-জানালা বন্ধ রেখে ঠান্ডা বাতাস ঢুকতে দেবেন না।
হিটার বা গরম বাতাসের যন্ত্র ব্যবহার করতে পারেন।

৪. গরম পানিতে গোসল করুন:
শীতের দিনে গরম পানিতে গোসল করলে শরীর উষ্ণ থাকবে।
রাতে ঘুমানোর আগে পা গরম পানিতে ভিজিয়ে রাখুন।

৫. পুষ্টিকর খাবার খান:
শীতকালে শক্তি বজায় রাখতে পুষ্টিকর খাবার যেমন প্রোটিন, শাক-সবজি, ফল-মূল খান।
শুকনো ফল যেমন বাদাম, কাজু, কিসমিস শরীর গরম রাখতে সাহায্য করে।

৬. শরীরচর্চা করুন:
প্রতিদিন সকালে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করলে শরীর গরম থাকে।

৭. তেল ম্যাসাজ করুন:
সরিষার তেল বা তিলের তেল দিয়ে শরীর ম্যাসাজ করলে উষ্ণতা বজায় থাকে।

৮. উষ্ণ বিছানার ব্যবস্থা করুন:
গরম কম্বল বা ইলেকট্রিক কম্বল ব্যবহার করুন।
গরম পানির বোতল বিছানায় রেখে ঘুমানোর আগে গরম করুন।

৯. ঠান্ডা বাতাস এড়িয়ে চলুন:
শীতের দিনে ভোরবেলা বা গভীর রাতে বাইরে না বেরোনোর চেষ্টা করুন।
প্রয়োজন হলে শীতকালীন স্কার্ফ, মাফলার ও হুডি ব্যবহার করুন।

১০. সুস্থতার যত্ন নিন:
ঠান্ডা থেকে সৃষ্ট রোগ (ফ্লু, ঠান্ডাজ্বর) প্রতিরোধে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান।
পর্যাপ্ত বিশ্রাম নিন ও হাইড্রেটেড থাকুন।

#শীতের দিনে নিজেকে উষ্ণ রাখতে এ নিয়মগুলো মেনে চলুন। ঠান্ডার প্রকোপ বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu