Ad Code

Responsive Advertisement

রজঃরোধ বা মাসিক ও চিকিৎসা

#বিষয়ঃ‌ রজঃরোধ বা মাসিক ও চিকিৎসাঃ)


#অনেক সময় বিভিন্ন কারনে নারীর রজঃস্রাব বন্ধ হতে পারে। সাধারনত সতিচ্ছেদ পর্দা না থাকলে, সার্ভিক্স কেটে ফেললে, সার্ভিক্সে নালী না থাকলে এটি হতে পারে।

#রোগের কারনঃ-
১) গর্ভসঞ্চার প্রথম এবং প্রধান কারণ। তা হলে আর মাসিক হবে না।
২) সন্তানকে বুকের দুধ খাওয়ান অবস্থায়। আরেকটি কারণ হল রক্তহীনতা ও অপুষ্টি।
৩) ৪৫-৫০ বছরের পর।
৪) বয়স ১২ বছরের পূর্বে। 
৫) ডিম্বাশয়ের টি বি হলে।
৬) জরায়ুর মধ্যে যক্ষা রোগে আক্রান্ত হলে।

#রোগের লক্ষণ সমূহ-
১) রোগী দুর্বল ও ক্লান্ত হয়। তার পুষ্টি স্বাভাবিক দেখা যায় না।
২) চেহারায় রক্তশূন্যতা ও ফ্যাকাশে ভাব দেখা যায়।
৩) তলপেটে ব্যথা, মাথা ধরা, মাথা ঘোরা প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে।
৪) শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে।
৫) একই সঙ্গে কোষ্টকাঠিন্য, পেটে ব্যথা হতে পারে।

#খাবার ও চিকিৎসাঃ-
১) অস্বাভাবিক ভাবে মাসিক বন্ধ হয়ে গেলে অবশ্যই তাড়াতাড়ি বিশেষজ্ঞ কোন ডাক্তারের পরামর্শ নিন।
২) নিয়মিত স্বাস্থ্যকর স্থানে বাস ও ভাল স্বাস্থ্য পালনের জন্য ব্যবস্থা করতে হবে।
৩) প্রত্যহ গরম দুধ পান করা ভাল।
৪) প্রোটিন জাতীয় খাদ্য খাবেন।

#মাসিক 
#রজঃরোধ
#রজঃস্রাব 
#মাসিকবন্ধ 
#মাসিকেরসমস্যা 
#মহিলাদেররোগ 
#amenorrhea 
#female 
#femaledisease 
#menses 

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu