Ad Code

Responsive Advertisement

অনিয়মিত ঋতু ও চিকিৎসা পরামর্শ

#বিষয়ঃ অনিয়মিত ঋতু ও চিকিৎসা পরামর্শঃ)


#১৩/১৪ বছর বয়স থেকে শুরু করে যে কোন বয়সে এটি হতে পারে। অনেকেরই অনিয়মিত মাসিক বা মিন্স হতে দেখা যায়। বিভিন্ন কারনে এটা হতে পারে।

#রোগের কারনঃ-
১) রক্তশুন্যতা একটি অন্যতম কারণ।
২) ডিম্বকোষ থেকে ডিম্ব নিঃসরণ ঠিকমত হয় না।
৩) হরমোনের অভাব একটি প্রধান কারণ।
৪) জরায়ু বা ডিম্বকোষের রোগ থেকে এটি হতে পারে।
৫) দেহের স্বাভাবিক ক্ষমতা, পুষ্টি ও দেহের পূর্ণ গঠনের অভাবে এটি হতে পারে।

#রোগের লক্ষন সমূহঃ-
১) রক্তস্রাব হঠাত বন্ধ হয়ে যায়। ৫০/৬০ দিন হয়তো হয় না। কখনো ২৫/৩০ দিন হয় না।
২) ঋতু শুরু হলে তা ১৫/১৬ দিন ধরে চলে, ঠিক সময় মত বন্ধ হয় না।
৩) কখনো ১৫/২০ দিন বন্ধ থেকে ফোটা ফোটা ঋতু হতে পারে।
৪) মাসিকের পূর্বে বা পরে সাদার মত আঠালো সাব বের হয়।

#খাবার ও চিকিৎসাঃ-
১) রোগ জটিল হবার পূর্বে চিকিৎসকের পরামর্শ মত চিকিৎসা করা ভাল
২) নিয়মিত স্বাস্থ্যকর স্থানে বাস ও ভাল স্বাস্থ্য পালনের জন্য ব্যবস্থা করতে হবে।
৩) প্রত্যহ গরম দুধ পান করা ভাল।
৪) প্রোটিন জাতীয় খাদ্য-ছানা, ডিম-মাছ বা কোন একটি প্রত্যহ খেতে হবে।

#ঋতু 
#অনিয়মিত 
#অনিয়মিতঋতু
#ঋতুস্রাব 
#রক্তশুণ্যতা 
#অনিয়মিতঋতুস্রাব
#মেয়েদেরসমস্যা 
#মেয়েদেররোগ
#মহিলাদেররোগ 
#femaledisease 
#leucorrhoea 

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu