#হার্ট অ্যাটাকের ভয় পান না, এমন মানুষ বোধহয় জগত সংসারে নেই। এই ঘাতক ব্যধি এই আধুনিক চিকিৎসার যুগেও বহু মানুষের মৃত্যুর কারণ।
প্রতিবছর পৃথিবীর বুকে রোগের কারণে যেসব মানুষ মারা যান, তাদের একটা বড় অংশের মৃত্যুর কারণ এই হার্ট অ্যাটাক।
#কারন সমূহঃ-
১) করোনারী আর্টারীর ছিদ্র সরু হলে হার্ট রক্ত কম পায়।
২) হঠাৎ রক্তের চাপ বেশী হলে।
৩) করোনারী ধমনীর ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে রক্ত জমাট বাধলে
৪) জমাট রক্তের টুকরা রক্ত চলাচলের পথ আটকালে।
৫) অ্যালকোহল, ধূমপান বা মাদক সেবন।
#লক্ষন সমূহঃ
১) বুকে অস্বস্তি কিংবা বাঘা।
২) শরীরের ওপরের দিকে অস্বস্তি বা ব্যথা, বিশেষ করে হাতে, পিঠে ও চোয়ালে বা পেটে।
৩) একটুতে হাঁফিয়ে ওঠা, হঠাত্ ঘাম, বমি বমি ভাব, মাথা হালকা লাগা বা ঘোরা।
#প্রাথমিক চিকিৎসাঃ-
১) যদি উপরের লক্ষণ গুলো অনুভব করেন নিজের শরীরে কিংবা মনে হয় যে হার্ট অ্যাটাক হচ্ছে ,
সেক্ষেত্রে প্রথম উপদেশ হচ্ছে ঘাবড়ে যাবেন না। ঘাবড়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে।
২) পারলে রুমে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করে রাখবেন।
৩) রোগীকে শোয়াইয়া রাখুন।
৪) অ্যালকোহল, অ্যালকোহল যুক্ত পানীয় এবং ধূমপান বর্জন করতে হবে।
৫) পারলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন।
৬) ডায়াবেটিস কন্ট্রোল করুন।
৭) একটু স্বাভাবিক হওয়ার পর সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
#হার্ট
#হার্টঅ্যাটাক
#হার্টেরসমস্যা
#হার্টেরচিকিৎসা
#heart
#heartattack
#hearthealth
#heartattacksymptoms
#heartattackprevention
#HeartAttackAwareness
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।

0 Comments