Ad Code

Responsive Advertisement

দাঁতে শিরশির করা (dental tinglin, cold in teeth) ও চিকিৎসা পরামর্শ

#বিষয়ঃ দাঁতে শিরশির করা (dental tinglin, cold in teeth) ও চিকিৎসা পরামর্শঃ)


#দাঁতে শিরশির করা সমস্যা আমাদের দেশে অনেক মানুষের ই আছে। এটা নিয়ে চিন্তা করার তেমন কিছু নেই।

#কারন সমূহঃ-
১) দাঁতে গর্তের সৃষ্টি হলে
২) দাঁতে এনামেল ক্ষয় হয়ে গেলে।
৩) অনেক দিনের পুরোনো ফিলিং করা থাকলে।
৪) মাড়ি ক্ষয় হয়ে দাঁতের গোড়া বের হয়ে গেলে।

#লক্ষন সমূহ-
১) দাঁত শিরশির করা একটি বিরক্তিকর ও কষ্টকর বিষয়।
২) খাবার, বিশেষ করে ঠান্ডা বা গরম তরল কিছু পান করতে গিয়ে বা দাঁত ব্রাশ করা, এমনকি শ্বাস নিতে গেলে অনেক সময় দাঁত শিরশির করে ওঠে। টক বা মিষ্টিজাতীয় খাবার খেতে গেলেও একই ধরনের অনুভূতি হতে পারে।

#প্রাথমিক চিকিৎসাঃ-
১) নিয়মিত দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁকে কোনো জীবাণু তৈরি হতে পারবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাশতা করার পরে দাঁত ব্রাশ করুন।
২) দাঁতের সংবেদনশীলতা কমায় এমন টুথপেস্ট ব্যবহার করুন। এমন টুথপেস্ট আপনাকে দাঁত শিরশিরের যন্ত্রণা থেকে রেহাই দেবে।

#আনুষঙ্গিক ব্যবস্থাঃ-
১) প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ করতে পারেন।
২) যেকোনো অ্যাসিডজাতীয় খাবার খাওয়ার সময় সচেতন হোন। যেমন- ফলের জুস, ভিনেগার, কোমল পানীয়-এসব দাঁতের এনামেল নষ্ট করে। তাই এসব খাবার পরই দাঁত পরিষ্কার করে ফেলুন।

#দাঁত 
#দাঁতেসমস্যা
#দাঁতেশিরশির
#দাঁতব্যথা 
#দাঁতেরচিকিৎসা 
#dental 
#dentalcare 
#dentalhealth 
#dentalache 
#dentaltreatment 

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu