#বিষয়ঃ বাত ব্যাধি Gout, Arthritis, Rheumatic Arthritis ও চিকিৎসাঃ)
#বাত এক মারাত্নক অসুখ। বাতে আক্রান্ত ব্যক্তির জীবন দীপ হঠাৎ নিভিয়ে দেয়না। কিন্তু তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বাতের কারণ বিভিন্ন। বাতে খাদ্যের এক বিশেষ ভূমিকা আছে। সাধারনত দেখা যায় রক্তে ইউরিক অ্যাসিড এর মাত্রা বৃদ্ধি হলে বাতে আক্রান্ত হবার সম্ভবনা বেশ।
#যে সকল খাদ্যে পিউরিন (purine) এর মাত্রা বেশী সেগুলি একেবারে পরিহার করা প্রয়োজন।
#যে সকল খাবার খাবেন নাঃ
১) মিষ্টি রুটি, ছাগল, পাঁঠা, ভেড়ার মাংস, মেটে, শূকর এর মাংস।
২) শুকনে৷ রুটি, বীন, মটর শুঁটি, মৃসুর ডাল, ফুলকপি, পালং শাক, শাক, কচু, বরবটি, সীম, কচু শাক।
#যে খাবার খাবেনঃ
চাল/ভাত তণ্ডুল জাতীয় খাদ্য, আটা/ময়দা, লাউ, বাঁধাকপি, বেগুন, বীট, গাজর, ট্যাঁড়স, লেটুস শাক, আলু (পরিমাণ মত ), কুমড়া, টোমাটো, পটল,ঝিঙ্গে, চিচিঙ্গে, ডাঁটা সজনা, সজিনা শাক, ডুমুর, থোঁড়, কাঁচকলা, পেঁপে, মোচা,
রসাল ফল খেতে পারেন যেমনঃ- পাকা পেঁপে, আম, মিষ্টি কমলা লেবু, মুসাম্বি, পেয়ারা, আনারস, আঙ্গুর, শশা, আপেল, কালোজাম, তরমুজ, ফুটি, জামরুল, খরমুজ, বেগুন, বীট, বাঁধাকপি, লাউ, গাজর, শশা, ঢ্যাঁড়স, লেটুস, আলু, কুমড়া, টোমাটো, ও সকল রকম ফল।
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।

0 Comments