#বিষয়ঃ সাইনুসাইটিজ ও চিকিৎসা
#আমাদের জীবনে সাইনুসাইটিজ খুবই পরিচিত একটি সমস্যা। নাকের ছিদ্রের চারিদিকে কতকগুলো সাইনাস থাকে। নাকের দুই পাশের সাইনাস কে ন্যাজাল সাইনাস বলে। চোয়ালের দুই পাশের সাইনাস কে মাক্সিলারী সাইনাস এবং ভ্রুর দুই ধারের ভিতরে ফ্রন্টাল এয়ার সাইনাস থাকে।
#রোগের কারনঃ-
১। সধারণত বাক্টেরিয়ার আক্রমনেই সাইনুসাইটিজ হয়ে থাকে।
২। নাকে আঘাত পাওয়া।
৩। ঠাণ্ডা লাগা।
৪। ধুলাবালি
৫। নাকের হাড় বাঁকা হয়ে যাওয়া।
৬। নাকে টিউমার।
#রোগের লক্ষন সমূহঃ-
১। নাক দিয়ে অবিরত পানি পড়ে।
২। নাক বন্ধ হয়ে যায় এবং শ্বাসপ্রশ্বাস এর সমস্যা হয়।
৩। চোখের চারপাশে এবং কপালে ব্যাথা করে।
৪। মাথা ব্যাথা করে ও গা ম্যাজ ম্যাজ করে।
৫। খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়।
৬। মাঝে মাঝে জ্বর ও উপরের চোয়ালে ব্যাথা অনুভুত হয়।
#খাবার ও চিকিৎসাঃ-
১। বিশেশজ্ঞ কোন ডাক্তারের পরামর্শ নিতে হবে।
২। স্বাভাবিক সব খাবার খাবে।
৩। সর্দি থেকে যেন সাইনুসাইটিজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
৪। যথেষ্ট বিশ্রাম নিতে হবে।
৫। পুষ্টিকর খাবার খাবে।
৬। লেবুর রস উপকারি।
৭। ভিটামিন সি জাতীয় খাবার খাবেন।
#সাইনুসাইটি
#সাইনুসাইটিজ
#sinusitis
#sinus
#sinusrelief
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।
0 Comments