Ad Code

Responsive Advertisement

ব্রণ Acne ও চিকিৎসা পরামর্শ

#বিষয়ঃ‌ ব্রণ Acne ও চিকিৎসা পরামর্শ 


#যৌবনের একটি অবাঞ্ছিত সমস্যার নাম হচ্ছে ব্রণ। সুন্দর মুখশ্রীর উপর ব্রণ যদি জাপটে ধরে তাহলে ছেলে হোক বা মেয়েই - কারোই মনে যন্ত্রণার কমতি থাকে না।

#সাধারণত মুখে, যেমন গাল, নাক, থুতনি ও কপালে হতে দেখা যায়। তবে শরীরের উপরের অংশে ও হাতের উপরের অংশেও হরহামেশাই ব্রণ হয়ে থাকে।

#কারন সমূহঃ-
বংশগত প্রভাব একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। স্বাভাবিকভাবেই লোমের গোড়ায় একটি ব্যাকটেরিয়া থাকে যার নাম প্রোপাগুনি ব্যাকটেরিয়াম একনি। বয়ঃসন্ধিকালে এড্রোজেন হরমোনের প্রভাবে সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবামের নিঃসরণ বেড়ে যায়। 

#লক্ষণ সমূহঃ 
১। মুখে ছটো ছটো গোল গোল ফোঁড়ার মত দেখা যায়।
২। ব্রণের গোড়ায় হালকা ব্যাথা করে।
৩। এইগুলো মাঝে মাঝে চুলকায়।

#প্রাথমিক চিকিৎসাঃ-
১। অভিজ্ঞ কোন ডাক্তার বা চর্ম বিশেশজ্ঞের সাথে পরামর্শ করুন।
২। রোদে বেরুবেন না, রৌদ্র এড়িয়ে চলুন, প্রয়োজনে সানস্ক্রিন, ছাতা, সানগ্লাস ব্যবহার করুন।
২। তেলযুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না।
৩। ব্রণে হাত লাগাবেন না। ব্রণ খুঁটবেন না।
৪। চুলে এমনভাবে তেল দেবেন না যাতে মুখটাও তেলতেলে হয়ে যায়।

#ব্রণ
#acne
#acne 
#acnetreatment 
#acnecare 
#acnescars 
#pimples 
#pimplestreatment 
#pimplecare 
#pimplesolution 
#ব্রণ 
#ব্রণসমস্যা 
#ব্রণসমস্যাসমাধান

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu